সারাবাংলা
ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ
সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইপাইল কাইচাবাড়ি এলাকার প্রুডেন্ট ফ্যাশন লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে আটকদের বিস্তারিত তথ্য জানা না গেলেও ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিকেলে কাইচাবাড়ি এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এসময় এক গ্রুপের লোকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে। সংঘর্ষ চলাকালে ছোড়া হয় বেশ কয়েক রাউন্ড গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রুডেন্ট ফ্যাশন লিমিটেড কারখানায় ঝুট ব্যবসা করে আসছিলেন স্থানীয় হারুন মণ্ডল। কিন্তু সরকার পরিবর্তনের পর আলমগীর নামে এক ব্যক্তি নতুন করে কারখানায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান। তবে কারখানার সঙ্গে হারুন মণ্ডলের চুক্তিপত্র থাকায় মঙ্গলবার বিকেলে ঝুট সংগ্রহ করতে আসেন তার লোকজন। তিনটি ট্রাকে করে ঝুট নেওয়ার সময় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় আলমগীর গ্রুপের সদস্যরা। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গুলি ছোড়ার ঘটনায় ৩৫টি দেশীয় অস্ত্রসহ আলমগীর গ্রুপের ৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।