সারাবাংলা

টঙ্গীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন সাততলা ভবনের দেয়াল ধসে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। ৩ তারিখ সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রবিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা এলাকার নূর ম্যানসন নামের নির্মাণাধীন ভবনের একটি দেয়াল হঠাৎ পাশের টিনশেড কাদির খা বাড়ির ওপর ধসে পড়ে।
এতে বাড়ির ভাড়াটিয়া কল্পনা (৩৫) ও তার মেয়ে তানজিলা (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তানজিলা মারা যান।
নূর ফ্যাশনের মালিক নরুল ইসলাম ড্যালি জানান, ভবনের সাততলা তিনি মোহর খাঁ’র কাছে বিক্রি করেছেন এবং বর্তমানে তিনিই নির্মাণকাজ পরিচালনা করছেন। তবে দুর্ঘটনার পর মোহর খাঁ’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তিনি খান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টারের মালিক।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান জানান ঘটনাটি আমাদের থানার পাশেই ঘটেছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ হলে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close