সারাবাংলা

নড়িয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার ঘরিষার ইউনিয়নের চর লাউলানি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে কয়েকটি বিস্ফোরিত ও ১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
মতিউর রহমান সাগর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঘরিষার ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের বার বার বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
মতিউর রহমান সাগর বলেন, রাত অনুমানিক ১১টার দিকে আমার বাড়ির ভেতরে ও বাহিরে একদল মুখোশধারী সন্ত্রাসী প্রায় ৮/১০টি হাত বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বোমার বিকট আওয়াজ ও বিস্ফোরণে আমি ঘর থেকে বের হলে তারা পালিয়ে যায়।
দীর্ঘ ১৭ বছর পর গতকাল ঘড়িষার ইউনিয়ন বিএনপির কর্মীসভা করা হয়। ওই কর্মীসভায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারমূলক বক্তব্য দেওয়া হয় এবং কিছুদিন আগে একদল সন্ত্রাসী আমাকে মেরে চাকধ বাজারের জঙ্গলে ফেলে রেখে চলে যায়। এই ব্যাপারে নড়িয়া থানায় মামলা করেছি সবকিছু মিলিয়ে কে বা কারা করছে আসা করি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে। আর আজকের বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এই ঘটনার প্রতিবাদে রাতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা বলেন, খবর শুনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে অবিস্ফোরিত ১টি ককটেল ও বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত পাওয়া যায়। অভিযোগ দিলে মামলা হবে। পরে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close