সারাবাংলা
জামালপুরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত
জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক আইনজীবী ও তার মা গুরুত্বর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের সুরুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- সুরুলিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে অ্যাডভোকেট নাসরিন সুলতানা শিখা (৩২) ও তার মা নাজমা বেগম (৫৫)। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত আইনজীবী নাসরিন সুলতানা শিখা বলেন, “আমার চাচা ওয়াজকুরুনির সঙ্গে বাড়ির জমি ও গাছ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে আজ দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ক্ষেতের জমি দখল করতে যান চাচা ওয়াজকুরুনি, রফিকুল ইসলাম গদাই ও মাইনুদ্দিনসহ ২০ থেকে ২৫ জন। বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায় এবং মা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান।”
আহত নাজমা বেগম বলেন, “আমাদের ওপর চালানো হামলার বিচার চাই। আমাদের অসহায় পেয়ে এভাবে মারধর করেছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াহিদুজ্জামান ওয়াজকুরুনি মোবাইল ফোনে বলেন, “৫২ শতাংশ জমি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা। এসব নিয়ে আমাদের ওপর আজকে প্রথমে হামলা করে তারা। পরে আমাদের মধ্যে একটা ঝামেলা হয়।”
মেলান্দহ থানার ওসি মো. মাসুদুজ্জামান মোবাইল ফোনে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”