আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের গাজায় অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। স্থানীয় সময় রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুরে ৩টা ১৫ মিনিটে) যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাসের পক্ষ থেকে আজ মুক্তি দিতে যাওয়া তিন জিম্মির নামের তালিকা পাঠানোর পর যুদ্ধবিরতি কার্যকরের কথা জানায় নেতানিয়াহুর সরকার।
রবিবার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে হামাস তিন জিম্মির নামের তালিকা না পাঠানোয় যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব হয়। এরপর গাজায় বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েলি সেনাবাহিনী। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দেন, নামের তালিকা না পাঠানো পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।
এরপর প্রথম ধাপে মুক্তি দেয়া হবে এমন তিন জিম্মির তালিকা মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করে হামাস। তারপরই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পথটি পরিষ্কার হয়ে যায়।

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close