জাতীয়

হাজারীবাগে উদ্ধার সহায়তায় কাজ করছে বিজিবি

রাজধানীর হাজারীবাগে ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছেন বিজিবির এক প্লাটুন সদস্য।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে আগুনে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।
এর আগে, দুপুর ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা গেছে, চারতলা ভবনের চতুর্থ তলায় গোডাউনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close