সারাবাংলা

খেজুরের রস খেতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. রকিবুজ্জামান জানান, একটি মোটরসাইকেলে করে তিন শিক্ষার্থী খেজুরের রস খেতে কাশিয়ানীর পোনা গ্রাম থেকে মুকসুদপুরের কালিনগর যাচ্ছিলেন। এ সময় হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে শিক্ষার্থী বিশাল ও হৃদয় নিহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপর শিক্ষার্থী দিপুকে মৃত ঘোষণা করেন।

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close