জাতীয়
শিক্ষার্থীদের সমাবেশে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের নির্দেশ
রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে সরকার।
অন্তর্বর্তী সরকারের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জানান, এরই মধ্যেই সরকার এ হামলার বিষয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য দোষীদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের দ্রুত গ্রেফতার করা হবে। সমস্ত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
তিনি জানান, জুলাই মাসের গণজাগরণের প্রকৃত চেতনার আলোকে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছে যে বাংলাদেশে জনতাবাহিনী কর্তৃক সহিংসতা, জাতিগত ঘৃণা এবং সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।
সরকার সতর্ক করে দিয়ে বলেছে যে, যে কেউ ঐক্য, শান্তি ও আইনশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করার কাজে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কোনোরকম বৈষম্য ছাড়াই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।