সারাবাংলা
বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আলিমুর রেজা (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)৷
মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়৷
৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শূন্যরেখা অতিক্রম করার পর ভারতের কাটাতার অতিক্রম করার সময় আলিমুরকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আমরা তাকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি।