সারাবাংলা

১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে শ্রমিকদের মানববন্ধন

গাজীপুর মহানগরের সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় এ মানববন্ধন করা হয়।
গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রমিক ও পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কয়েক দফা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। সর্বশেষ গত ২১ ডিসেম্বর ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এরপর শ্রমিকরা মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য শ্রমিকরা লিফলেট বিতরণ করে। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে কয়েক হাজার শ্রমিক চক্রবর্তী এলাকায় জড়ো মানববন্ধন করে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব জানান, বেক্সিমকোর ১৬টি কারখানা প্রায় এক মাস আগে বন্ধ ঘোষণা করা হয়। কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেন।

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close