সারাবাংলা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় আল-আমিন মিয়া (৩৫) নামে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ছয়বাড়িয়া ডাম্পিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন সরাইল উপজেলার আইরল গ্রামের মো. সালাম মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানান, সকালে আল-আমিন পৌরসভার বর্জ্যবাহী ট্রাকে করে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে ছয়বাড়িয়া ডাম্পিং স্টেশনে ফেলতে যান। ময়লা ফেলার সময় ট্রাকটি পেছনের দিকে চলে এলে চাপা পড়েন আল-আমিন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।