সারাবাংলা

নেত্রকোণায় এসআইকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নেত্রকোণায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে (৬৬) কুপিয়ে হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পিবিআই।
রোববার (১২ জানুয়ারি) ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলা সদরের উকিলপাড়া এলাকার শমশের আলী খাঁনের ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৪) ও ধানশিরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. বাকী বিল্লাহ (২৬)। অপূর্ব পেশায় মোটরসাইকেল মেকানিক এবং বাকী বিল্লাহ টিভি ও ফ্রিজ মেকানিক। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাড়াশি অভিযান চালাচ্ছেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা পিবিআইয়ের পরিদর্শক ইমদাদুল বাশার বলেন, শনিবার দুর্গাপুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাদেরকে নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করা হবে। হত্যায় সরাসরি সম্পৃক্ত গ্রেপ্তার দুইজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, নিহত এসআই শফিকুল ইসলামের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ওইদিন রাতেই পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পিবিআই তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডে জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, জামালপুরে কর্মরত এসআই শফিকুল ইসলাম ছুটি নিয়ে গত বুধবার বাড়িতে আসেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বের হলে পানমহাল রোড এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে শফিকুল মারা যান।

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close