সারাবাংলা

রেলওয়ের স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আকতার হোসেনকে ছুরি দিয়ে আঘাত করে ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে শাহাবিল স্টেশন থেকে বদরখালীর উদ্দেশে যাওয়ার পথে একদল ছিনতাইকারী তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত সহকারী স্টেশন মাস্টার আকতার হোসেন (৪০) বদরখালী ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া পাড়ার বাসিন্দা। তিনি রামু রেলওয়ে স্টেশনে কর্মরত আছেন।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, আক্তার হোসেন টাকা নিয়ে যাওয়ার সময় ইলিশিয়া লম্বা রাস্তায় তার গাড়ি থামায় একদল ছিনতাইকারী। পরে ছুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকা ৫৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া এরপর কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার কিছুক্ষণ পর তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, বাড়ি ফেরার পথে ছুরির আঘাতে আইকনিক রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে।

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close