সারাবাংলা

সেতু থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জে সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) এ ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স (৩০) বছর। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর ওপর থেকে ওই যুবক লাফ দিলে সেতুর নিচে সড়কের ওপর পড়ে। সেখানে আহত অবস্থায় বেশ কিছুক্ষণ যুবককে কাতরাতে দেখা যায়। পরে সেখানেই ওই যুবক মারা যান।
ঘটনাস্থল-সংলগ্ন মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সেতুর ওপর থেকে এক যুবক লাফ দিয়ে মারা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গ প্রেরণ করেছে। ওই যুবকের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। কী কারণে সে সেতুর ওপর থেকে লাফ দিয়েছে তাও জানা যায়নি।

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close