সারাবাংলা

দুই মাস পর চালু হলো পায়রার দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি: প্রায় দুই মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষণাবেক্ষণ কাজ শেষে গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ইউনিটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।
এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণ কাজের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া গত ১৬ ডিসেম্বর পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিবির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিলো।
পরে পিডিবি নির্দেশনায় গত ৩০ ডিসেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চালু করা হয়। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো বলেন, “রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সোমবার রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে। আর পিডিবির নির্দেশনায় বন্ধ থাকা প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন গত ৩০ ডিসেম্বর শুরু হয়েছে। এখন আমরা পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি।”

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close