সারাবাংলা

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলায় সুদেব হালদার (২৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুদেব উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাউকাঠি বাজারে সুদেবের মোবাইল ফোনের দোকান রয়েছে। সোমবার রাত ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন রাস্তায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগসমূহ
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close