Uncategorized
শব্দ ভাষার প্রাণ
শাহানা জেসমিন
আমার কাছে শব্দ মানে ব্রহ্ম
শব্দ ভাষার প্রাণ
ব্যঞ্জনা ময় শব্দ সাজিয়ে
বাড়াই ভাষার মান।
মাতৃভাষা বাংলায়
ব্যঞ্জনা ময় শব্দের
আছে অমিত সম্ভার
এসো সেই শব্দ চাষে খুলি
সম্ভাবনার দ্বার।
কৃষ্ণ যখন কেষ্ট
গৃহিণী যখন গিন্নি
আমরা সহজ করে
কথা বলি এমনি ।
অদ্য হলো আজ
কার্য হলো কাজ
লবণ হলো নুন
এমনি করে বাংলা ভাষায়
বেড়েছে শব্দ গুণ।
চ্যালেঞ্জ, চকলেট, রিকশা,
হসপিটাল হয়েছে হাসপাতাল
বোটল হয়েছে বোতল
বক্স হয়েছে বাক্স
অবলীলায় বিদেশি শব্দ
বাংলা ভাষায় যুক্ত।
মিশেল শব্দ প্রো- উপাচার্য
হেড মৌলানা, হেড পন্ডিত
হাফহাতা, রাফ খাতা,
সংযোজিত শব্দমালায়
সমৃদ্ধ বাংলা ভাষা ।
শব্দের বজ্র হুংকারে
বক্তৃতায় মঞ্চ কাঁপিয়ে নেতা
ভুলের সাম্রাজ্য গড়ে যদি
রাজনীতি হারায় দিশা
তখন কবি সাহিত্যিকগ
গদ্য পদ্য চাষে
জাগায় দেশপ্রেমের নেশা।
অশ্লীল শব্দ প্রয়োগ
জেনো, ব্যক্তিত্ব হারায়
সুন্দর শব্দ চয়নের দক্ষতা
মনের সৌন্দর্য বাড়ায়।
কুচক্রীদের তাণ্ডবে
দেশ যখন সঙ্কটে
কবি দের শব্দ চাষে
দেশপ্রেম ফিরে আসে।
কথা ও কাজের অসঙ্গতি
যাদের ভাষায় প্রকাশ পায়
এসো ঘৃণা ভরে তারে
প্রত্যাখ্যান করি সবাই ।