রাজধানী আগারগাঁওয়ের বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন মিলনায়তনে লিও ডিস্ট্রিক্ট 315 A1 এর সিলভার জুবিলী অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর ২০২০ (শুক্রবার) বিকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. নজরুল ইসলাম, পিএমজেএফ।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ড. শহিদুল ইসলাম, এমজেএফ; লায়ন ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, এমজেএফ; লায়ন কৃষিবিদ মো. তারিকুল ইসলাম; লায়ন নওজাত সারোয়াত ইসলাম, এমজেএফ; লায়ন ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এমজেএফ; লায়ন ড. একেএম শামীম আলম; লায়ন ড. আসাদুল্লাহ আহমেদ দুলাল; লায়ন ড. দেওয়ান মো. সালাহ উদ্দিন বাবু; লায়ন কমর উদ্দিন, এমজেএফ; লায়ন এডভোকেট কামরুল হাসান কবির; লায়ন জাহাঙ্গীর আলম জিতু; লিও টু লায়ন কাজী বাসেত প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল্টিপল লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শাহরিয়ার ইকবাল; ডিস্ট্রিক্ট A2 প্রেসিডেন্ট লিও রাসেল রহমান; ডিস্ট্রিক্ট A3 প্রেসিডেন্ট লিও আবু হাসান মো. ফায়সাল; ডিস্ট্রিক্ট B1 প্রেসিডেন্ট লিও এসএম আলাউদ্দিন আলো; ডিস্ট্রিক্ট B2 প্রেসিডেন্ট লিও সায়মুল আহসান অনিক; ডিস্ট্রিক্ট B3 প্রেসিডেন্ট লিও তানভীর; ডিস্ট্রিক্ট B4 প্রেসিডেন্ট লিও এইচ. এম. হাকিমসহ বিভিন্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলের লিও নেতৃবৃন্দ।
অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন লিও সুজন মিয়া (প্রেসিডেন্ট ২০১৯-২০২০) ও দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন লিও জয়ন আরিফ (প্রেসিডেন্ট ২০২০-২০২১) লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল 315 A1 এবং প্রোগ্রাম চেয়ারম্যান ও মাস্টার অব দ্য সিরেমনি হিসেবে দায়িত্ব পালন করেন লিও ফরহাদ হোসেন, রিজিয়ন ডিরেক্টর (হেডকোয়ার্টার-১)।
অনুষ্ঠানে ২৪টি লিও ক্লাবের দুইশতাধিক লিও এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের অর্ধ শতাধিক লায়ন্স ও সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Program Link:
Part-1: https://www.facebook.com/315A1/videos/667477610577455
Part-2: https://www.facebook.com/315A1/videos/3341844595869662