সারাবাংলা

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ-এ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ২০২০ পালিত হলো

-শারদীয়া ডেক্স

করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হয়েছে জাতীয় শোক দিবস ২০২০। ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ-এর আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কার্যক্রম শুরু হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে। সকাল ৮:০০ ঘটিকায় ফরিদপুর শহরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত অম্বিকা ময়দানে অধ্যক্ষ ফরহাদ হোসেন এর নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পুষ্পস্তবক অর্পণ করেন। এর পূর্বে প্রতিষ্ঠান চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।

অম্বিকা ময়দানে পুষ্পস্তবক অর্পণের প্রাক্কালে শিক্ষক-কর্মচারীবৃন্দ

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১১:৩০ ঘটিকায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও একাডেমিক অ্যাডভাইজরি কমিটির সম্মানিত সদস্যদের অংশগ্রহণে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল কবির, অতিরিক্ত জেলা  প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফরহাদ হোসেন। এছাড়া সকাল ১০:০০ ঘটিকায় অতুল সরকার, জেলা প্রশাসক, ফরিদপুর এর সঞ্চালনা ও সভাপতিত্বে জেলা প্রশাসন, ফরিদপুরের ভার্চুয়াল আলোচনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এতে ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবীদ, সমাজকর্মী ও সচেতন নাগরিক অংশ নেন। এ সময় অধ্যক্ষ ফরহাদ হোসেন দিবসটির উপর বক্তব্য রাখেন এবং কবিতা আবৃত্তি করেন।

জাতীয় শোক দিবসে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর নিবেদন

বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক উম্মে রুমানা জানান, গতকাল (১৪ আগস্ট) জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে  শিক্ষার্থীদের চিত্রাংঙ্কণ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে; এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে আবৃত্তি প্রতিযোগীতায় অংশ নিয়েছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকলের মাগফেরাত কামনায় দো’আ পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close