সারাবাংলা
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ-এ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে
- নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর আয়োজনে দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ সাইফুল কবির। এ সময় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
জনাব কবীর বলেন, ‘শিক্ষা হলো এক ধরণের বিশেষায়িত জ্ঞান। যা মানুষকে যুক্তি দিয়ে বুঝতে শেখায়। আর শিক্ষকরা যুক্তি সহকারের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন শিক্ষার্থীদের সামনে।’ কর্মশালায় মানসম্মত শিক্ষা বাস্তবায়নের সূচক, বিভিন্ন পর্যায়ের মূল্যবোধ, পেডাগজি, আর্ট অব টিচিং ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের কর্মপরিধি তথা কেন্দ্রীয় সরকারের সাথে মাঠ প্রশাসনের সম্পৃক্ততা নিয়েও অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের ধারণা প্রদান করা হয়েছে।
মানসম্মত শিক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি এবছর পাঠক্রমিক কার্যক্রম শুরু করে ইতোমধ্যে সাড়া ফেলেছে। ‘কোভিড-১৯’ প্রাদুর্ভাবের সময়কালে অব্যাহত কার্যক্রম পরিচালনার নিমিত্ত শিক্ষার্থীদের ইউটিউব, ফেইসবুক লাইভ, গুগল মিট ও জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে অনলাইন পাঠদান; এমনকি পরীক্ষা কার্যক্রমও পরিচালনা করে প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে। প্রথম বছরেই ফরিদপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা হতে ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।