নদীর মৃত্যু হলে কেউ কাঁদে না- এ বড়ো বিস্ময় আমার!
রমনার বৃহৎ শীরিষ মরে গেলে কেউ কাঁদে না- এ কষ্ট পোড়ায় আমাকে
আমাকে কুঁড়ে কুঁড়ে খায়
যখন মরে যায় আমার প্রাণখোলা আত্মার কথা বলা
জায়গা প্রিয় দীপন পুর
আমাকে কাঁদিয়ে ভাসায় কবিতা ক্যাফে
ওরা চলে যাচ্ছে মুখ কালো করে
ওরা চোখে জল নিয়ে কিচ্ছু না বলে
একাকী এসেছিলো একা একা মৃদু পায়ে
হেঁটে চলে যাচ্ছে
কাঁদছে আমার পথের দু’ধার
কাঁদছে আমার অমর শাহবাগ
কাঁদছে আমার প্রিয় জাদুঘর
প্রিয় দীপন নাকি প্রিয় দীপনপুর
প্রিয় কবিতা নাকি প্রিয় কবিতা ক্যাফে ঘর
তোমাদের শোকে আজ শোকসভা ডাকে কবি
তোমাদের নিভে যাওয়া দ্বীপে করুন গানের
মর্সিয়া গায় কবি
তোমাদের তরে আজ বিশাল হরতাল ডাকে কবি
দেশজোড়া হরতাল
ঢাকা জুড়ে হরতাল
প্রতিটি মানুষের হৃদয়ে ভয়াবহ কষ্টের হরতাল