কবিতা

নব্য সাম্রাজ্যবাদ

শ্যামল সরকার

অমানিশার তিমিরে ছেয়ে গেছে আজ গোটা পৃথিবীটা,
ভয়াল থাবার তীক্ষ্ণ নখের আঁচড়ে ছিন্নভিন্ন সভ্যতা।
আদি সাম্রাজ্যবাদীরা অন্ধকার উত্তাল গভীর সমুদ্রে,
দিগ্ ভ্রান্ত নাবিক – ছেঁড়া পাল তোলা কাঠের জাহাজে।
আগ্রাসনের ভয়ার্ত ছাপ নীল, স্পষ্ট সবারই মুখাবয়বে;
এত দীর্ঘ আগ্রাসন কেউ দেখেনি কখনো জীবনকালে।
নীলাকাশে আজ শুধুই অচেনা শকুনীর আনাগোনা,
মানব জাতির ইতিহাস মুছে যাবে কি এ ধরণী থেকে?
আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা আগ্রাসন, চলে চিরকাল,
নব্য আগ্রাসনের প্রতিরোধর সব প্রচেষ্ঠাই অসফল।
মানুষ কি হেরেছে কখনো কোন অসভ্য কীটের কাছে?
সমস্ত পৃথিবীটাই এখন এক ভয়ার্ত নিরব কারাগার-
অপেক্ষা, সদ্যোজাত চাঁদের আলোয় তোমাকে দেখার,
কখন ভিতরে ঘুমিয়ে থাকা বাঘটা দিয়ে উঠবে হুংকার।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close