কবিতা

জেগে ওঠো বেলা

আলী হায়দার রাসেল

ঝড় থেমে গেলে আবার যখন,বসবে মেলা কাব্যলোকে
অতীত দিনের ক্লান্তি ভুলে এসো বেলা সেই প্রিয় মাঠে।
জানোপঁচাত্তর বছর আগে কবি স্বপ্ন দেখেছিল জীবানু ঘুমালে
সবুজ সকালে আবার দেখা হবে প্রিয় মানুষের সাথে।
তারও আগে, আজ থেকে দু’শত বছর পূর্বের কলেরা
মনে আছে নিয়েছিল লাখো প্রাণ,সেথেকেও ভয়ংকর করোনা।
জানো বেলা,শত বছর পূর্বের তুমি আমি বিহীন পৃথিবীতে
নর আর নারী সব ছুটেছিল দিগ্বিদিক প্রিয়হারা বেদনাতে।
হয়তো মায়াও ছিল তাদের আমাদের মতো, দায়িত্বটি ছিলনা
দেখো ভুলে গেছে পৃথিবী তাদের, তাই দখল নিয়েছে করোনা।
কথা দিলাম, ইতিহাস হবো তোমাকে নিয়ে করোনা যুদ্ধ শেষে
বেলা, ডাক্তার মঈনুদ্দীন আজ সিলেটে নয়, পুরো বাংলাদেশে।
চাল চোর নিয়ে ব‍্যস্ত নেতা, কর্মীরা ব‍্যস্ত সবে সেলফিতে
সব হিসেবই মিলবে শেষে, মৃত্যুর হিসেব বাড়ছে কেবল সংখ্যাতে।
পূর্বপুরুষের ফাতোয়ার বলে মূর্খেরা হলো জমায়েত দলে দলে
বেলা, আরশের কালি শেষ হয়ে যায় মানবের মৃত্যু হলে।
বিলিয়ে দিয়েছে নিজের জীবন, যেথায় সৃর্যসেন ক্ষুদিরাম
বেলা, নজরুল যুগের তসবির মালার সেথায় কিসের দাম?
তীর-ধনুকের , বল্লমের আর পাথরের সন্তান ঘৃণ্য ওরা
ফিরে তাকাও বেলা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জতি মোরা।
জেগে ওঠো জাতির পিতা মুজিব,জেগে ওঠো মাওলানা ভাসানী
যুদ্ধে যাবে তোমার সূর্য কিশোর, যুদ্ধে যাবে তোমার স্বর্ণ কিশোরী।
যেদিন যুদ্ধ শেষে শান্ত হবে প্রিয় মাঠের এই বাংলা
ঝড় তুলো আবার কাব‍্যলোকেএবার যুদ্ধে চলো বেলা॥

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close