স্বাস্থ্য

করোনা মোকাবেলায় ০৫/০৭ এর বন্ধুরা

কেবি খান

সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে আতঙ্কিত। থমকে গেছে বিশ্ব অর্থনীতি। এই ভাইরাসের বিরুদ্ধে যখন সারা বিশ্ব স্তব্ধ হয়ে যাচ্ছে। আশঙ্কায় ডুবে যাচ্ছে দেশের মানুষ। এই করোনা আতেঙ্কে সবচেয়ে ঝুঁকিতে আছে দেশের আইন প্রয়োগকারী সংস্থার কর্মী, চিকিৎসকবৃন্দ, বয়স জ্যেষ্ঠ ও সমাজের খেটে খাওয়া মানুষ। দেশে যেমন পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর সংকট, তেমনি সংকট সচেতনতার। দেশের এই সংকটময় সময়ে  We For US প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে ফেসবুক ভিত্তিক গ্রুপ  এসএসসি ২০০৫ এইচএসসি ২০০৭ এর বন্ধুরা। World Health Organization (WHO) এবং সরকারের আদেশ মান্য করে “বাসায় থাকুন সুস্থ থাকুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের মানুষের জন্য এই ফেসবুক ভিত্তিক গ্রুপের বন্ধুরা নিজেদের অর্থ যোগান করে প্রস্তুত করেছে ৫,০০০ বোতল হ্যান্ড সেনিটাইজার। আরো তৈরি করছে ১০০০ পিসপিপিই এবং ২০,০০০ পিস মাস্ক।

 

Corona Emergency Response Program 0507 (CERP-0507) এর প্রস্তুতকৃত হ্যান্ড সেনিটাইজার।

পুরো কাজটির তত্বাবধায়নে আছেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল বিন আজাদ অপু ।এই ৫০০০ বোতল হ্যান্ড সেনিটাইজার বিতরন হবে ঢাকার পাঁচটি অঞ্চলে ও অন্যান্য বিভাগীয় শহরগুলোতে। প্রস্তুতকৃত প্রক্রিয়া পরিচালনা করেন গ্রুপের বাবলু, বিজয়, মুশফিক, কামরুল, কেবি খান, খাইরুল, ইমাম, সাইফুল, শিবু, রিজন, রিমন, মুন্না, জিন্নাত, রোমান, ওমি। সমন্বয়ক হিসেবে ছিলেন তুষার ভদ্র, আবিদ, হাফিজুর রহমান, মেহেদী হাসান, মাহমুদ অপু, যোশেফা ও নিগার অপু।

এতিমখানায় দেয়া হচ্ছে ০৫/০৭ এর প্রস্তুতকৃত হ্যান্ড সেনিটাইজার।

এই হ্যান্ড স্যানিটাইজার চিকিৎসক, নার্স, মাঠে নিয়োজিত সংবাদকর্মী ও আইন প্রয়োগকারী সংস্থার হাতে পৌঁছে দিবে ০৫/০৭ গ্রুপ। ইতিমধ্যে মতিঝিল থানা, কাফরুল থানা, তেজগাঁও থানা,বাংলাদেশ বিমানবাহিনী (নগর স্টেশন), কাওরানবাজার সহ বেশ কিছু এতিম খানায়  বিতরণ করা হয়েছে। এছাড়াও হ্যান্ড সেনিটাইজার এর পাশাপাশি বিনামূল্যে পৌঁছে দেয়ার প্রচেষ্টায় ১০০০ পিস পিপিই ও ২০,০০০ পিস মাস্ক তৈরীর কাজ চলমান রয়েছে।পুরো কার্যক্রমটি পরিচালিত হচ্ছে গ্রুপের Corona Emergency Response Program 0507 (CERP-0507) এর অধীনে। এই প্রোগ্রামের আওতায় গ্রুপটি তাদের কাজকে ৪টি ধাপে সাজিয়েছে। মেডিকেল এ্যাসিট্যান্স, লক-ডাউন/কোয়ারেন্টিন এ্যাসিস্ট্যান্স, B2F (বিজনেস টু ফ্রেন্ডস), কার্যক্রম পরিচালনার সেচ্ছাসেবী।

এর  আগেও গ্রুপটি শীত বষ্ত্র বিতরন, বন্যা মোকাবেলায় খাদ্য সামগ্রী বিতরন, বিভিন্ন এতিম খানায় খাবারের ব্যবস্থা সহ নানাবিধ সামাজিক কার্যক্রমের পরিচালনা করেছে।

”মারাত্মক সংক্রামক এই রোগের মোকাবিলায় সবচাইতে বড় পদক্ষেপ নিজ সচেতনতা ও নিজেকে সুরক্ষিত রাখা এবং আতংকিত না হয়ে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করা।” বললেন সোহেল বিন আজাদ অপু।।

 

*০৫/০৭-যে সকল বন্ধুরা ২০০৫ এ এসএসসি এবং ২০০৭ এএইচএসিস পরীক্ষা দিয়েছে তাদের নিয়ে গঠিত ফেইজবুক গ্রুপ SSC 2005 HSC 2007 Bangladesh। যার বর্তমান সদস্যের সংখ্যা ৪৬,০০০+।

আরও দেখুন
Close