কবিতা

ফিরে আর আসবো না

আলী হায়দার রাসেল

দুই শব্দের একটি কথা- কেমন আছেন
এভাবেই হয় শুরু, বুঝলে অমর সেন
রশিদ মাস্টার থেকে শাহ আব্দুল করিম
সব নাকি তোমার দেহতত্ত্বের অধীন
বললে, রাস্তার শেষের বাড়ীটাই তার মনের বাড়ি
তাই করতেই পারে তার সাথে আড়ি
বললে, সহসাই পূবাকাশে উঠবে পুরোনো চাঁদ
কই, মনের আকাশে উঠলো না তো সে চাঁদ
ফিরে আর আসবো না

ভুলে যাচ্ছি সবই আজকাল
ভালো থাকার যাচ্ছে মহা আকাল
সস্তায় ঘুম কিনবো বলে তাই
রোজ হেঁটে বেড়াই সন্ধ্যা সকাল
বললে, ভালোলাগা হলে সীমাহীন
ভালোবাসা নাকি হয় মূল্যহীন
বললে, সহসাই আগুনের গুনে গলবে মোমের পুতুল
কই, জ্বললো না তো সেই প্রেমের আগুন
ফিরে আর আসবো না

সে এক অদ্ভুত মানুষ হাসে কেবল
বলে না কথা আবোল তাবোল
যদি বলি হাঁ বলে সে না না
একবার যখন বললেম না
বললে আর কোনদিন ফোন দিবে না
দেখা হলে বলার কথা তাই আর হলো না
অমর সেন, ফিরে আর আসবো না
চার অক্ষরের ভালোবাসি আর বলবো না
ফিরে আর আসবো না
ফিরে আর আসবো না
ফিরে আর আসবো না

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close