সারাবাংলা
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রথম বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
- শারদীয়া ডেক্স

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রথম বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ২০২০ (বৃহ:স্পতিবার) বিকালে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা প্রশাসক, ফরিদপুর অতুল সরকার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। প্রধান অতিথি অনুষ্ঠান স্থলে পৌঁছেই বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভারম্ভ ঘোষণা করেন। এরপর শিক্ষার্থীদের ব্যান্ডের তালে তালে মুল ফটক থেকে মঞ্চে আসন গ্রহণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: শাহজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির আহবায়ক শারমীন সুলতানা। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এবং শিক্ষার্থী-অভিভাবকদের বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ২৬ ফেব্রুয়ারি সকালে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জ্বলনের মধ্যদিয়ে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শতাব্দী সরকার। এবারের আয়োজনে ২০টি আলাদা বিভাগে খেলাধূলা এবং ৮টি আলাদা বিভাগে সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের কৃতিত্ব তুলে ধরার চেষ্টা করেছে। এছাড়া তিনটি আলাদা খেলায় পুরুষ ও মহিলা অভিভাবক এবং শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেছেন।
২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দু’দিনব্যাপি অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।