সারাবাংলা

যথাযথ মর্যাদায় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে শহিদ দিবস উদযাপন

- শারদীয়া ডেস্ক

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে ফরিদপুরের অম্বিকা ময়দানে শহিদ মিনার বেদীতে শিক্ষক-কর্মচারীসহ পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন । এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ ধ্বনিত হয়।

সকাল ৭ টায় সকল শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে শহর প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফিরে আসেন এবং বিদ্যালয়ের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এ সময় পুরো বিদ্যালয় পরিণত হয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায়। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার বেদী। শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রায় সকলের পোশাক পরিচ্ছদে ছিল একুশের ছাপ। বুকে ছিল শোকের প্রতীক- কালো ব্যাজ।

শহিদ দিবস উদযাপনের কর্মসূচি হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, প্রভাত ফেরি, শহিদ মিনার বেদীতে পুম্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, ভাষা দিবসের ওপর আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে দিবসের কার্যক্রম চলে। শহিদ দিবস উদযাপন কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন শতাব্দি সরকার । এ সময় উপস্থিত ছিলেন রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

বাঙালি জাতির জন্য এ দিবসটি চরম শোক ও বেদনার হলেও মায়ের ভাষা ‘বাংলা’র অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। একুশে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর যে গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে তা পৃথিবীর বুকে অনন্য। সেই ত্যাগের স্বীকৃতিস্বরূপই জাতিসঙ্ঘের উদ্যোগে সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close