কবিতা

তোমার জন্মদিনে

আলী হায়দার রাসেল

তোমার জন্মদিনেও, সন্ধ্যাবার্তা নিয়ে ষোল কোটি মানুষের
রইবে ব্যস্ত বার্তা প্রধান যত টিভি আর কাগজের।
একটি বার্তা ভুলো না যেন, ওগো প্রিয় তারা
বলবো তোমার জন্মদিনে যত কথা, শত আবেগের।

তোমার জন্মদিনেও, হাস্নাহেনার গন্ধ আসবে আমার ঘরে
প্রতিদিনের মতো পথিক থামিবে, ক্ষণিকের তরে।
নিঃশব্দে এসো তুমিও, ওগো সুস্মিতা শুভ সন্ধ্যাবেলায়
কথা দিলাম, বাগানের মালি দেখবে না তোমায়।

তোমার জন্মদিনেও, অসংখ্য গোলাপ ফুটবে বসুন্ধরায়
প্রিয় ফুলটি হাতে, প্রিয়জন ডাকবে শুভ সন্ধ্যাবেলায়।
মৌনতা ভঙ্গ করে, শুধু একবার হেসো ওগো নির্ঝরিণী
ফটোগ্রাফারের ক্যামেরায় দেখে নিবো তোমায়।

তোমার জন্মদিনেও, নয়টা পাঁচটা ডিউটি শেষে অফিসের
কলম আর খাতার মিতালিতে, গাঁথি যদি শব্দের মালা
মনে রেখো ওগো মালবিকা, মনের গাঁথা সে ফুল
পৌঁছবে না শহরের প্রেসে, তোমার অনুমতি ছাড়া ।

তোমার জন্মদিনেও, স্বপ্নীল দুচোখ একটি ঘরের দেশে
রূপালী জোছনার নেশায়, নির্ঘূম রাত কাটাবে একাকী বসে।
আসতে হবে না পথ পেরিয়ে ওগো প্রিয় চাঁদ,
চোখ বুজে ঘুমিয়ো কেবল, একটু আরাম করে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close