কবিতা

স্বাগতম, একজোড়া নতুন চোখ

মোঃ আলী হায়দার রাসেল

নতুন বছরে একজোড়া নতুন চোখ বিষ্ময়ে
তাকাবে তোমার দুচোখে।
তুমি হিসাব কষতে বসবে নিশ্চিত
কতদিনের হলো পরিচয়, কি ছিল পরিপ্রেক্ষিত
মনে পড়ে, আমি পৌঁছে গেলাম হেঁটে হেঁটে
সেই সরু রাস্তার পাশে, তোমার বাড়ীর উঠোনে
যেন সন্ধ্যেবেলায় এই প্রথম দেখা হলো
এই শহরের চাঁদের সাথে-
তুমি মৌন ছিলে।

নতুন বছরে একজোড়া নতুন চোখ বিষ্ময়ে
তাকাবে তোমার দুচোখে।
তুমি হিসাব কষতে বসবে নিশ্চিত
কিসের এত দায় পথিকের পথ মাপিবার?
ঘড়ির কাটার সাথে ভাব জমাবার?
মনে পড়ে, আমার অপেক্ষার চোখ এক দুই তিন করে
পৌছে গেল নতুন বছরের দারপ্রান্তে।
প্রিয় চাঁদ, তুমি তখনো মৌন ছিলে।

একজোড়া নতুন চোখ তিন দুই এক করে
তাকিয়ে বললো নীল আকাশের দিকে
চাই না একজোড়া নতুন জুতো নতুন বছরে
রিক্ত পায়ে চলে যাবো হেঁটে হেঁটে
সেই সরু রাস্তার পাশে, তোমার বাড়ীর উঠোনে
প্রিয় চাঁদ, হিসাবের ডায়েরী বন্ধ করে
আসবে কি নেমে এই শহরে?

স্বাগত কি জানাবে নতুন বছরে
একজোড়া নতুন চোখে?

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close