কবিতা

কষ্টার্জিত স্বাধীনতা

মো: আলী হায়দার রাসেল

কষ্টার্জিত স্বাধীনতার একটা অর্থ আছে, বুঝলে?
স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা।
কবি বললেন, কি বলছো যা তা!
একই কথা বারবার, স্বাধীনতা আর স্বাধীনতা?
বীরের জাতির একটা ইতিহাস আছে-
বুঝলে, ছন্দপ্রেমিক?
যে ইতিহাস লিখেছিল ত্রিশ লক্ষাধিক মুক্তিযোদ্ধা
যে ইতিহাস লিখেছিল দুই লক্ষ মা আর বোন
যারা কেবল যোদ্ধা নয়, বীরাঙ্গণা।
কষ্টার্জিত স্বাধীনতার একটা অর্থ আছে বুঝলে?
স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা।
কবি বললেন, কি বলছো যা তা!
একই কথা বারবার, স্বাধীনতা আর স্বাধীনতা?
যখন ইতিহাস বদলে ফেলছে নব্য হায়েনার দলে
যখন প্রগতির বাণী ডুবছে গভীর অতল জলে
তখন শুধু স্বাধীনতা শব্দটি অর্থহীন-
বুঝলে, ছন্দপ্রেমিক ?
কষ্টার্জিত স্বাধীনতা মানে বিদ্রোহী কবি নজরুল
কষ্টার্জিত স্বাধীনতা মানে রূদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কষ্টার্জিত স্বাধীনতা মানে সূর্যসেন আর প্রীতিলতা
কষ্টার্জিত স্বাধীনতা মানে রাজনীতির কবি
-শেখ মুজিবের জয় বাংলা।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close