ইউনিভার্সাল ওপেন রোভার স্কাউট গ্রুপের বিশ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দক্ষিণ কমলাপুরস্থ রেলওয়ে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ২০ ডিসেম্বর ২০১৯ দিনব্যাপি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকালে তাঁবু খাটানোর মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন গ্রুপের সম্পাদক স্কাউটার ফরহাদ হোসেন। এরপর স্কাউটার ঈসা মোহাম্মদ পাইওনিয়ারিং বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা কার্যক্রম পরিচালনা করেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষণ) স্কাউটার মো. দেলোয়ার হোসাইন দিলু, পিআরএস ও এলটি, রোভার স্কাউটদের উদ্দেশ্যে ‘স্কাউটিং ও ব্যাডেন পাওয়েল’ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সেশন পরিচালনা করেন। সেশন শেষে উদ্দীপনামূলক গেইমের মাধ্যমে রোভার স্কাউটরা বেশ প্রাণবন্ত ছিল। কেক কাটার মাধ্যমে দিনব্যাপি কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে।
বিশ বছর পূর্তির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) স্কাউটার কাজী নাজমুল হক নাজু। সভাপতিত্ব করেন স্কাউটার নুরুল্লাহ মাসুম, এলটি। গ্রুপের সম্পাদক স্কাউটার ফরহাদ হোসেনের উপস্থাপনায় বিকেলের এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন: বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষণ) স্কাউটার মো. তৌফিক আলী, পিআরএস ও এলটি, জাতীয় উপ-কমিশনার (হেডকোয়ার্টার) এ্যাডভোকেট খান মোঃ পীর-ই আযম আকমল, পিআরএস, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, এলটি, রোভার আঞ্চলিক সম্পাদক স্কাউটার কে. এম. সেলিম চৌধুরী, এলটি, ঢাকা জেলা রোভারের সম্পাদক স্কাউটার মু. ওমর আলী, এলটি, যুগ্ম সম্পাদক স্কাউটার সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, পিআরএস ও এএলটি, সহকারী কমিশনার (প্রচার ও প্রকাশনা) স্কাউটার আফরোজ সরকার, সহকারী কমিশনার (প্রশিক্ষণ) স্কাউটার মো. কায়েস, পিআরএস ও এএলটি। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) স্কাউটার ফারহানা রহমান সেতু, পিআরএস। এ সময় গ্রুপ কমিটির সহ-সভাপতি শহীদ ইমাম, রোভার স্কাউট লিডার স্কাউটার মো. ফরিদ উদ্দিন, স্কাউটার ঈসা মোহাম্মদ, স্কাউটার তনয় মজুমদার, স্কাউটার নারজিমা জেসমিন ও স্কাউটার খায়রুল বাশার সহ গ্রুপের রোভার স্কাউটবৃন্দ উপস্থিত ছিলেন।
পালাবদল: অনুষ্ঠানে গ্রুপ কমিটির সভাপতি ও দু’টি ইউনিটের সিনিয়র রোভার মেটের দায়িত্বে নতুন মুখ এসেছে। গ্রুপ কমিটির সিদ্ধান্ত অনুসারে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন স্কাউটার মো. ফরিদ উদ্দিন। গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি স্কাউটার নুরুল্লাহ মাসুম, এলটি এ সময় বিদায়ী সভাপতির বক্তব্যে বলেন, ‘গ্রুপের সামগ্রিক কার্যক্রমে আগের মতই পাশে থাকব এবং নতুন রোভার ডেন না পাওয়া পর্যন্ত বর্তমান রোভার ডেন-এ সকল কার্যক্রম চলমান থাকবে।’ এছাড়া রোভার ও গার্ল-ইন-রোভার ইউনিটের সিনিয়র রোভার মেট এর দায়িত্ব যথাক্রমে রোভার স্কাউট মো. আফসান রহমান ও রোভার স্কাউট কাকলী আক্তারকে অর্পন করা হয়। তারা দু’জন যথাক্রমে রোভার স্কাউট রায়হানুল ইসলাম ও রোভার স্কাউট মনিকা পারভিনের স্থলাভিষিক্ত হয়েছে।
ইউনিভার্সাল ওপেন রোভার স্কাউট গ্রুপ- বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আওতায় ঢাকা জেলা রোভারে নিবন্ধিত, রোভার ডেন হাতিরপুলের ইস্টার্ণ প্লাজায়। গ্রুপে বর্তমানে রোভার ও গার্ল-ইন-রোভার দু’টি দল সক্রিয়ভাবে স্কাউট কার্যক্রম বাস্তবায়ন করছে। গ্রুপের রোভার স্কাউট ও স্কাউটারবৃন্দ বিভিন্ন সময়ে আয়োজিত জেলা রোভার মুট, আঞ্চলিক রোভার মুট, জাতীয় রোভার মুট, দক্ষতা কোর্স, মেট কোর্স, বেসিক কোর্স সহ আন্তর্জাতিক পর্যায়ের স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ করে কৃতিত্বের সাক্ষর রেখে যাচ্ছেন।