স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ৩০ নভেম্বর ২০১৯ (শনিবার) রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে ক্যারিয়ার এক্সপ্লোরেশন ওয়ার্কশপের আয়োজন করেছে প্যাট্রন।
প্যাট্রন এর লিড ট্রেইনার ফরহাদ হোসেন অংশগ্রহণকারীদের নিয়ে একটি সেশন পরিচালনা করেন। তিনি এতে চাকরি বিষয়ক প্রস্তুতি, বর্তমান জব মার্কেট, কাভার লেটার ও রেজুমি প্রণয়নে লক্ষ্যণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন। ওয়ার্কশপের দ্বিতীয় পর্বে বাংলাদেশ টিচার্স নেটওয়ার্কের প্রধান সমন্ময়কারী জাহাঙ্গীর আলম অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ক্যারিয়ার নির্বাচনে সতকর্তা বিষয়ের উপর তথ্য উপস্থাপন করেন। ওয়ার্কশপে ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন- মো. আল মামুন, বিধান চন্দ্র দে, সৈয়দা মনিকা রহমান, আব্দুল হান্নান মিল্টন, মোহাম্মদ বাপ্পি এবং নুসরাত জাহান সাদিয়া।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. আবদুর রশীদ। তিনি বলেন, ‘প্যাট্রন এর এই উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজন অব্যাহত থাকলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আমি মনে করি।’
ওয়ার্কশপে ৭৫ জন অংশগ্রহণকারী আলোচ্য বিষয়সমূহে ধারণা অর্জন করেন। শেষে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
প্যাট্রন মূলত: এসডিজি’র লক্ষ্য-৮: ‘ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ’ বিষয়ের উপর কাজ করছে এবং ক্যারিয়ার গাইডেন্স ও পেশাগত বিভিন্ন দক্ষতার উপর গুরুত্ব দিয়ে ওয়ার্কশপ ও সেমিনার আয়োজনের মাধ্যমে দেশের চাকরি প্রত্যাশীদের সহযোগিতা করে যাচ্ছে।