জাতীয়

২০১৯ সালের প্রথম হজ্ব ফ্লাইট ৪ জুলাই

- ফরহাদ মল্লিক

৪ জুলাই বাংলাদেশ সময় রাত ৩.০৭ মিনিটে বাংলাদেশ ছেড়ে যাবে এ বছরের প্রথম হজ্ব ফ্লাইট। সৌদি এয়ারলাইন্সের SV803 ফ্লাইটে চেপে জেদ্দায় স্থানীয় সময় সকাল ৬.৪৫ মিনিটে পৌঁছবে বাংলাদেশ হতে প্রথম ফ্লাইটের সম্মানিত হজ্ব যাত্রীগণ।

এ বছর বাংলাদেশী হজ্ব যাত্রীগণ মোট ৩৬৮টি ফ্লাইটে করে বাংলাদেশ থেকে সৌদিতে পৌঁছবেন বলে হজ্ব বিয়ষক সরকারি পোর্টাল হতে জানা গেছে। এর মধ্যে ১৭৮টি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এবং ১৯০টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। ৩৬৮টি ফ্লাইটের মধ্যে ২৩টি ছাড়বে শাহ আমানত আন্তর্জতিক বিমান বন্দর, চট্টগ্রাম হতে এবং অবশিষ্ট সকল ফ্লাইট ছাড়বে হয়রত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা হতে। ৪ জুলাই হতে শুরু হওয়া হজ্ব ফ্লাইট চলবে ৫ আগস্ট পর্যন্ত এবং ফিরতি হজ্ব ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট থেকে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন বাংলাদেশী হজ্বে যাবেন বলে আশা করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ ইতোমধ্যে জানিয়েছেন, চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব যাত্রীদের মধ্যে অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিগত বছরগুলোতে বাংলাদেশ বিমানের যাত্রীরা ঢাকার আশকোনা হজ্ব ক্যাম্পে ও সৌদি এয়ারলাইনসের যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পন্ন করেছেন। এ বছরও একই নিয়মে তাঁরা যথাক্রমে আশকোনা হজ্ব ক্যাম্প ও শাহজালালে ইমিগ্রেশন সম্পন্ন করবেন।

তবে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পন্নের পর উভয় এয়ারলাইনসের হজ্ব যাত্রীগণের হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরের ‘এক্সক্লুসিভ জোনে’ নিয়ে যাওয়া হবে। সেখানে সম্মানিত হজ্ব যাত্রীদের সৌদি আরবের জেদ্দায় ইমিগ্রেশনের যে পর্বটি সম্পন্ন হওয়ার কথা; সেই কার্যক্রম ‘এক্সক্লুসিভ জোনে’ সম্পন্ন করা হবে। ‘এক্সক্লুসিভ জোনের’ সব কার্যক্রম থাকবে সৌদি আরব হতে নিয়োজিত কারিগরি দলের হাতে। সৌদি আরব অংশের ইমিগ্রেশনের কাজ সম্পাদন শেষে হজ্ব যাত্রীরা নিজ নিজ উড়োজাহাজে যাত্রা করবেন। এতে করে হজ্ব যাত্রীদের সৌদিতে পৌঁছার পর যে লম্বা সময় অপেক্ষা করতে হতো তা আর করতে হবেনা। এর ফলে হজ্ব যাত্রীদের অপেক্ষাকৃত কম সময় লাগবে এবং হজ্ব যাত্রা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close