
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে ও নওগাঁ জেলা রোভারের ব্যবস্থাপনায় ১৫ জুন ২০১৯ (শনিবার) নওগাঁ সরকারি কলেজে দিনব্যাপি রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপে রাজশাহী বিভাগের আওতাধীন সকল জেলা রোভার হতে মোট ১২০ জন সিনিয়র রোভার মেট অংশগ্রহণ করেছে। ওয়ার্কশপের আলোচ্য বিষয়সমূহ হলো- সিনিয়র রোভার মেটের দায়িত্ব ও কর্তব্য, প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পিআরএস) ও সমাজ উন্নয়ন (সিডি) অ্যাওয়ার্ড অর্জনের কৌশলসমূহ, লগবই লেখার নিয়মাবলি ইত্যাদি। ওয়ার্কশপের শেষার্ধে অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কে নির্ধারিত বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করে এবং সে সকল মতামতের ভিক্তিতে ওয়ার্কশপ সুপারিশ প্রণয়ন করা হয়েছে।
ওয়ার্কশপ চলাকালে নওগাঁ’র জেলা প্রশাসক ও নওগাঁ জেলা রোভারের সভাপতি মো. মিজানুর রহমান অংশগ্রহণকারী রোভার স্কাউটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নাতিদীর্ঘ বক্তব্য প্রদান করেন। এছাড়া নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মো. শরিফুল ইসলাম খান আগত সিনিয়র রোভার মেটদের প্রাণবন্ত থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।
ওয়ার্কশপে কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আমিনুল ইসলাম- রাজশাহী বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ও কমিশনার, সিরাজগঞ্জ জেলা রোভার, স্কাউটার মোহাম্মদ কায়েস- সহকারি কমিশনার (প্রশিক্ষণ), ঢাকা জেলা রোভার ও স্কাউটার ফরহাদ হোসেন- সহকারি কমিশনার (স্পেশাল ইভেন্টস), ঢাকা জেলা রোভার। ওয়ার্কশপে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা রোভারের সম্পাদক স্কাউটার নাসিম আলম। রোভার স্কাউট শিমুল হোসাইন, রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি- ওয়ার্কশপ সহায়তাকারী এবং স্কাউটার শুকুর মোহাম্মদ, প্রধান সহকারী, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল- ওয়ার্কশপ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যান্যের মধ্যে স্কাউটার মোহাম্মদ এমদাদুল হক- সম্পাদক, বগুড়া জেলা রোভার, স্কাউটার মো. মামুনূর রশিদ- জেলা রোভার স্কাউট লিডার, নওগাঁ জেলা রোভার, গবেষক স্কাউটার ঈসা মোহাম্মদ, স্কাউটার মোছা. রেশমা পারভীন- রোভার স্কাউট লিডার, নওগাঁ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, স্কাউটার জাহিদা জামান- রোভার স্কাউট লিডার, নওগাঁ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, স্কাউটার মো. হোসেন আলী ছোট্ট- রোভার লিডার, সিরাজগঞ্জ জেলা রোভার, স্কাউটার হাসিব উদ্দীন- রোভার লিডার, সিরাজগঞ্জ জেলা রোভার প্রমূখ উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপটিতে ওয়ার্কশপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা রোভারের কমিশনার ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজ, নওগাঁ’র সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ।