সারাবাংলা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সরকারি পদ্মা কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে সরকারি পদ্মা কলেজ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি পদ্মা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ জালাল হোসেন।
অনুষ্ঠানের মূল আলোচনায় অংশগ্রহণ করেন হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মোজাহিদুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক মোল্লা ইমদাদুল হক চাঁন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফজলুল হক।
এছাড়াও সরকারি পদ্মা কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এমারত হোসেন ইমরান, মোঃ তফিজ উদ্দিন, মোঃ আব্দুল জলিল, মাসুদ রানা, বাসুদেব রায়, নিপা হামিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জনাব মোঃ জালাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন “আমাদের প্রত্যেকের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা খুব বেশি প্রয়োজন বিশেষ করে বর্তমান প্রজন্মের, সরকার এজন্য অনার্স কোর্সে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বইটি যুক্ত করেছে।” কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বিষয়ে উদাসিনতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এছাড়াও সরকারি পদ্মা কলেজের শিক্ষার্থীদের আগামী শীত মৌসুমে মুজিবনগরে শিক্ষাসফরে নিয়ে জাওয়ার প্রতিশ্রুতি দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল হোসেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রীমা দাস, মহশিন ও কাওসার।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ ইদ্রিস আলি।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close