কবিতা

বসন্তের গান

সোহেল রানা

ঋতুরাজ বসন্তের আগমনে
কোকিলের কুহুতানে-
লজ্জাবতী
আজ খোঁপা খুলেছে।

মাথায় ফুলের গাদা
গলায় তরুলতার মালা
আর কপালে, লাল রক্তজবা মাখা।
অঙ্গে জড়িয়েছে
হলুদ কাতানে মুক্তায় খোঁচা।

হৃদয়ে মাখা
প্রেমের হাওয়া,
দু’চোখ স্বপ্ন আঁকা
ভালোবাসা খেলছে খেলা-
আহা, লাগছে যেন তোমায়
হলুদিয়া।

ফুল ফুটেছে বনে বনে
ভ্রমরেরা গুনগুনে

এই হৃদয়ে আগুন ধরেছে
প্রেমের খেলাতে খেলাতে,
তোমাকে কাছে পেলে-
জীবনে বসন্ত বারেবারে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close