১৩ ফেব্রুয়ারি শহীদ রাউফুন বসুনিয়ার ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। ১৯৮৫ সালের এ দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিছিলে সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে শাহাদাৎ বরণ করেন । উল্লেখ্য, রাউফুন বসুনিয়া তৎকালীন জাতীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এর দায়িত্বে ছিলেন।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেড ও সিনেট সদস্য বাহালুল মজনুন চুন্নু, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মুকুল বোস, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য, রাকসুর সাবেক জিএস জনাব জাহাংগীর কবির রানা, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব খুরশেদ আলম সুজন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মোঃ আফজাল হোসেন, মুহসিন হলের প্রভোষ্ট জনাব নাজিমুল হক ভূইয়া, সাবেক ছাত্রনেতা একেএম ফজলুল হক, জ্ঞানেন্দ্র মোহন চন্দ্র, যুবনেতা মুহাম্মদ বদিউল আলম বদি, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি জনাব মোঃ আমিরুল ইসলাম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ এর সভাপতি এযভোকেট রেজাউল করিম হিরন । অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এর সভাপতি লায়ন হামিদুল আলম সখা।
সকালে শহীদ রাউফুন বসুনিয়া ও ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক মন্ডলী, সাবেক ছাত্রনেতৃবৃন্দ, রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় শাখা । বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।