বিনোদন

রাজধানীর রাওয়া হলে হেমন্ত মেলা

জিয়াউদ্দীন চৌধুরী

রাজধানীর মহাখালী ডি.ও.এইস.এস-স্থ রাওয়া হলে আজ সোমবার(১১/০২/২০১৯) থেকে শুরু হচ্ছে অলিভ এন্টারপ্রাইজের আয়োজনে চার দিনের হেমন্ত মলা।মেলা শেষ হবে বৃহস্পতিবার(১৪/০২/২০১৯)। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার আয়োজন করেছেন পলি ইভেন্টসের কর্নধার ফারহনা আফরোজ পলি।
প্রদর্শনীতে ৩০টির বেশি স্টলে পাওয়া যাবে। দেশীয় কাপড়ের পাশাপাশি ভারতীয়-পাকিস্তানি কাপড়, শাড়ি, জুয়েলারি, মেকআপ, ব্যাগ, স্যান্ডেল, হিজাব, আবায়া, খেলনাসহ বিভিন্ন বাহারি খাবার।হেমম্তের এই বিক্রয় উৎসব সর্বসাধারণের জন্য উন্মুক্ত; কোনো প্রবেশমূল্য নেই।
ফারহনা আফরোজ পলি জানান, ১৭/০২/২০১৯ থেকে ২০/০২/২০১৯ বারিধারা ডি.ও.এইস.এস এবং ২৪/০২/২০১৯ থেকে ২৭/০২/২০১৯ পর্যন্ত ধানমন্ডি সাইয়্যাদেনা কমিউনিটি সেন্টারে বিক্রয় উৎসব অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close