কবিতা

শৈল্পিক শৈশব

ইফতেখার আলম


জ্যোতিষ্কের সবটুকু আলোর প্রক্ষেপণ
শুধু তোমার ব্যস্ততা ঘিরে।
তুমি শৈশব,
মননের শৈল্পিক রূপকার তুমি।
তোমার টলোমলো পায়ের প্রতিটি পদক্ষেপে
দোল খায় তটস্থ জননীর হৃৎপিণ্ড।
অশান্ত সাগরের ঢেউ স্তিমিত হয়
তোমার তুলতুলে পদতলে।
নোনা জলের মাদকতা খেলা করে
তোমার উচ্ছ্বাসিত এলোমেলো চুলে।

তীক্ষ্ণ জিজ্ঞাসু দুটি চোখ শীতল জলের মহীঢাল।
নিষ্পাপ দুরন্তপনার পদচিহ্নগুলো
পরম প্রশ্রয়ে বুকে এঁকে রাখে সাগরের বেলাভূমি।
তোমার অগোছালো পায়ের ছুটে চলা
উন্মনা গাঙচিলের নিভৃত উড়াউড়ি।
অবশেষে দিগন্তের ওপারে অস্তমিত সূর্য তোমার
ক্লান্ত ঘর্মাক্ত অবয়ব।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close