“পুলিশকে সহায়তা করুন, পুলিশেরসেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে ধারণ করে পঞ্চগড়ে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে র্যালি ও পথ সভা করেছে পঞ্চগড় পুলিশ । রোববার সকালে জেলা পুলিশ অফিসের আয়োজনে ব্যানারপ্লেকার্ড সন্মিলিত একটি র্যালি পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শেরে বাংলা পার্কে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে সচেতনতা মূলক পথসভা করেন। এসময় পথসভায় পঞ্চগড় পুলিশ সুপার মো: গিয়াস উদ্দিন আহ্মদ, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ বক্তব্য প্রদান করেন। পথ সভায় জনগণের সেবায় পুলিশের ভুমিকা কি তা তুলে ধরা হয় এবং বাংলাদেশ পুলিশের সেবামূলক কার্যক্রমের লিফলেট বিতরণ করা হয়।
এ বিষয়ের আরও সংবাদ
April 28, 2023
1,356
নওগাঁ জেলা স্কাউটস’ ফোরামের ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে
October 1, 2021
1,388