কবিতা

অজগর

নিখিল দাস

বাড়ির দামে চাই না গাড়ি
হীরের দামে তামা
সোনা রোদের উত্তাপে মোর
সকল সপ্ন জমা

চাই না পেতে দয়ার দান
ভিক্ষা নেয়া মানা
গায়ের জোরে দখলদারী
দম ফুড়ালেই কানা

ফন্দী করে নন্দীগ্রামের
মাল নিয়ে যায় লুটে
সন্ধি করে পাইক পেয়াদা
বন্দীরা যায় ফুটে

মায়ে ঝিয়ের ভয় কাটে না
মান কীভাবে বাঁচে
লুট হয়ে যায় শিশুর জীবন
লোভ লালসার কাছে

ঘর ছেড়ে যায় ঘরের মানুষ
ঘর বাঁচাবার তরে
যানবাহনে যান চলে যায়
দেহ লাশের ঘরে

বাণিজ্যেতে লক্ষ্মী বসত
দোকান মোকাম চলে
মানুষ বেচে ভাগ্য বদল
বাণিজ্যেরই ছলে

খাওয়ার জন্য বাঁচা নাকি
বাঁচার জন্য খায়
খেতে খেতেই কারো দেখি
জীবনন চলে যায়

আসল নকল চেনাই কষ্ট
নষ্ট চোখের মনি
চোখের পর্দা বিক্রী করেই
সবাই বেজায় ধনী

পেটের থলে বেজায় বড়
হাতের মাপটা কত
চোখের মাপে বুকটা কাঁপে
ভূমিকম্পের মত

অজগরের সেবায় জানি
পুরো একটা লাগে
হাড্ডি খোসা চামড়া পালক
যায় না কারো ভাগে

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close