কবিতা

আগামীর কর্ণধার

সোহেল রানা

আমি আজও স্বপ্ন দেখি
সেদিন যেমন দেখিয়েছিল-
বাংলার তরুণ, যুবা-কিশোর সমাজ
বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি:
সালাম-রফিক-বরকত-জব্বার
ও আরো নাম না জানা যারা-
ঢেলে দিয়েছিল বুকের তাজা রক্ত,
মায়ের ভাষা-প্রাণের ভাষা-বাংলাভাষা রক্ষায়,
বাংলা ভাষা হয়েছিল সিক্ত,
অর্জিত হয়েছিল বাংলা ভাষার স্বাধীনতা।
আর সেদিনই রোপিত হয়েছিল মুক্তিযুদ্ধের বীজ।

আমি আজও স্বপ্ন দেখি
সেদিন যেমন দেখিয়েছিল-
বাংলার তরুণ, যুবা-কিশোর সমাজ, আমাদের
একাত্তরে স্বাধীনতা অর্জনের।
বাংলার বীর সন্তানদের বীরত্বগাথা মুক্তিযুদ্ধ:
জাহাঙ্গীর-মতিউর-হামিদুর-আব্দুর রউফ
ও আবু সালেক-আবু জাহিদ-পুতুল-শহিদুল
এবং ওদের মতো আরো যারা-
বাংলার স্বাধীনতা অর্জন করেছি তারা।

আমি আজও স্বপ্ন দেখি
ওদের চোখেই,
ওদের মতোই।
আজ যারা বাংলার তরুণ, যুবা-কিশোর সমাজ
তারাই হবে আগামীর কর্ণধার।
ওরাই করবে- বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close