কবিতা

এই আমি-সেই আমি

জাফর পাঠান আমার এ অবয়ব- বুকে ধারণ করেছে- ভব কায়া নেইতো জাফর পাঠান নেই- অদৃশ্য সব, কি মুল্য আছে নশ্বরে, মনোহারী সব সুন্দরের চোখের পলকে যেথা হাতছানি আসে নিথরের। গেয়োনা স্তুতি- হয়োনাকো প্রশংসায় পঞ্চমুখ রক্ত মাংসের ঐ- জৈবিক ক্ষুধা- নয় সর্বসুখ, অবিনশ্বর আত্মার উপর- আমার যত- ভর রবের তুষ্টির জন্য লিখি কাব্য রাত-দিন-ভোর। আমাকে নয়- আমার কবিতাকে- করিও ধারণ কবিতার মাঝে আছি আমি- কবিতাই আবরণ, আমার কবিতা কথা বলে, আছে চোখ-কান-মুখ আমার কবিতা বোঝে- মানুষ মনের সব দুখ। কবিতার ডানায় ভর করে- ঘুরি আমি ব্রহ্মান্ড দেখি মানুষ ধ্বংসে- মানুষের কি প্রলয় কান্ড, আমাকে নিয়ে ভাবিনা আমি, ভাবি মানুষকে নিয়ে চাওয়া পাওয়ার সম্স্ত দিয়েছি- কাব্যকে দিয়ে। এই আমি কিছুনা, আমার আত্মিক সত্তার কাছে পাবে আমাকে তোমরা, যেখানে আমার কাব্য আছে।
আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close