সারাবাংলা
চলমান

সিলেটে পাথর কোয়ারিতে ২ শ্রমিক নিখোঁজ

ডেস্ক রিপোর্ট।।

সিলেটের কোম্পানীগঞ্জ শাহ আরেফিন কোয়ারিতে ২ পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

সোমবার (০৭ জানুয়ারি) বিকেলে স্থানীয় চিকাডহর রহিম মিয়ার কোয়ারিতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনুয়ার হোসেনের ছেলে সোনা মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)।

স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ গর্ত থেকে পাথর উত্তোলন করার সময় গর্ত ধসে দুই শ্রমিক চাপা পড়েন। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুইজনই নিহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close