Uncategorized

কবি ও কবিতা

ডা.সুরাইয়া হেলেন

রাত্রির নৈঃশব্দের কাছে,
মুখর শব্দের উপঢৌকন নিয়ে এসেছো কবি?
স্বর্ণ, রৌপ্য, হীরক, কোন মানিক্যের অলঙ্কারে
সাজাবে আত্মার শরীর?

অক্ষরে অক্ষরে মিতালীর শেষে,
শব্দের নুপূরের সিঞ্জনে
বেঁধে দিয়েছো কথার মালা!
এ কি কবিতার দেহ নাকি মন?

উভয় দিয়েই রচিলে তোমার খাত!
রজনীর পদতলে সমর্পণের সমাপ্তিতে,
নবপ্রভাতের প্রথম সূর্যালোকে অভিষিক্ত,
তোমার সৃষ্টির নায়িকা !
কবি,সেই কি তোমার কবিতা?

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

Close