কবিতা

জাতির কিবা লাভ?

মীর মোহাম্মদ ফারুক

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে
জাতির কিবা লাভ?
ঘরে বসে মোবাইল চেপে
নেবে অভিশাপ।
স্কুলে গিয়ে লেখাপড়ায়
এগিয়ে যাবে তারা।
ভবিষ্যতের পথে হল
নতুন উটকো বাঁধা।
রোগ বালাই আসবে যাবে
শিশুর তাতে কি?
স্বাস্থ্য রক্ষার ব্যবস্থাটা
ঘরে শিখবে কি?
স্কুল কলেজে শিক্ষা নিয়ে
হবে জ্ঞানী গুনী।
স্কুল বন্ধের দাবি করা
সত্যি বোকামী।

আরও দেখুন

এ বিষয়ের আরও সংবাদ

আরো দেখুন

Close
Close