
ঢাকা-৯ সংসদীয় এলাকায় ডেঙ্গু মশা বিষয়ক জনসচেতনতামূলক র্যালী ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। মুগদাপাড়া কাজী জাফর স্কুল এর ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কার্যক্রমে মাননীয় সংসদ সদস্য- সাবের হোসেন চৌধুরীর নির্দেশে ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা নেতৃত্ব প্রদান করেন।
অভিযানে মুগদাপাড়া কাজী জাফর স্কুল এর শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রুপ ভিত্তিক এই কার্যক্রমে অংশগ্রহণকারীগণ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে অভিযান চালায়। র্যালীর মাধ্যমে মুগদাপাড়া মেইন রোড সংলগ্ন দোকানসমূহে ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু মশা বিষয়ক সচেতনতাবৃদ্ধিমূলক লিফলেট বিতরণ করা হয়।
