|
২৪ আশ্বিন ১৪২৪, ৯ অক্টোবর ২০১৭ সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো কাব্যলোক ক্রিয়েটিভস লি. আয়োজিত কাব্যলোকে কাব্যপাঠ-২০ শিরোনামে শরতের কবিতা পাঠের আসর। সাহিত্য সমালোচক ও হাইকু গবেষক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আসরে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ ড. নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাঙলার চেয়ারম্যানের উপদেষ্টা প্রবন্ধকার ও ছড়াকার অবসরপ্রাপ্ত কর্নেল মীর মোতাহার হাসান, অগ্রণী ব্যাংক লিমিটেড-এর উপ-মহাব্যবস্থাপক কবি মো. আজিজুল হক এবং ঢাকা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া।
ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাব্যলোক ক্রিয়েটিভস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাপ্তাহিক শারদীয়ার সম্পাদক নুরুল্লাহ মাসুম। তিনি কাব্যলোক ক্রিয়েটিভস লি.-এর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। কাব্যলোকের সাথে সম্পৃক্ত নবীন কবিদের জন্য অনলাইনে একটি প্লাটফর্ম প্রস্তুত জানিয়ে তিনি কবিদের kabbolo.com-এ সদস্য হওয়ার আহ্বান জানান।
এবারের আয়োজেন বাংলাদেশ, ভরতের পশ্চিমবঙ্গ এবং যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া প্রবাসী মোট ৭৩জন কবির কবিতা প্রকাশিত হয়েছে। কবিতারগুলোর মধ্যে বাছাই করে সেরা পাঁচ কবিকে সম্মাননা সনদ ও বই পুরস্কার দেয়া হয়। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীদের নাম ঘোষণা করা হয়। সেরা পাঁচ এর প্রথম হয়েছেন রাজবাড়ীর কবি সালাম তাসির, দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের কবি মাউন উল করিম সমু, তৃতীয় ও চতুর্থ হয়েছেন ঢাকার কবি যথাক্রমে মেহবুবা কাদের ও আশেকী মাহমুদী এবং পঞ্চম হয়েছেন রংপুরের কবি নাইমা নিমো। ষষ্ঠ থেকে দশম স্থান অধিকার করেছেন যথাক্রমে ঢাকার কবি তাহমীদুল ইসলাম, ভারতের কলকাতার কবি নন্দিনী সেন গুপ্ত, ঢাকার কবি অরণ্য রেযা, ঢাকার কবি চন্দ্রশিলা ছন্দা এবং ঢাকার কবি জেসমিন আক্তার।
আলোচনা পর্বের শেষে উপস্থিত কবিরগণ স্বরচিত কবিতা আবৃতি করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত কবিদের রেজিস্ট্রেশন কুপনের ওপর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন সেট জিতে নেন ঢাকার কবি শামীমা শামরোজ। দ্বিতীয় থেকে পঞ্চম পুরস্কার দেয়া হয় বই। এগুলো জিতে নেন যথাক্রমে- কবি সিরাজুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন রাতুল, কবি সহিউল সাকী এবং কবি এম আর ইসলাম।
কাব্যলোকের পরবর্তী আয়োজন হেমন্তের কবিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্টানের ঘোষণা দিয়ে কাব্যলোক ক্রিয়েটিভস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল্লাহ মাসুম জানান, শীতের কবিতা সুন্দরবনে আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।