|
আমি অনন্তে হারিয়ে যেতে চাই
গ্রহ থেকে গ্রহে অযুত লক্ষকোটি
যোজন যোজন দুরে, আরো যেতে চাই
আলোক বর্ষ পেরিয়ে- দূরে বহু দূরে,
যেখানে উৎপত্তিস্হল খোজে অবিরাম
মানুষ, সৃষ্টির আদি-অন্তের তথ্যের বিন্যাস।
যেতে চাই অদৃশ্য রজ্জুর বন্ধনে আবদ্ধ এই
সৃষ্টির গ্রহপুঞ্জ, গ্যালাক্সি থেকে মিল্কিওয়ে
একে একে পার হয়ে অন্ধকার প্রকোষ্ঠ
ব্লাকহোলে,জ্ঞান তথ্য নিয়ে সেখান থেকে
ভেদ করে যেতে চাই অসীম অন্য এক জগতে।
সম্প্রসারিত অবয়বে ভাসতে ভাসতে চলি
যেন সপ্তাকাশের শেষ সীমানায়-
যেখানে প্রতিটি সৃষ্টির পেছনের রহস্য রয়েছে
অজানা আমার। পূলকিত মন যেন তৃপ্ত হয়
ব্যাকুল অজানাকে জানার; পার হতে হবে
বহু অজানা অধ্যায়- যা পারেনি মানুষ
এখোনো করতে উদ্ধার। মধ্যাকর্ষণ, আলোর
রজ্জুর টানাপোড়ন আর মিজান নামক স্তম্ভের
ভারসম্য রক্ষায় গোটা ভ্রহ্মান্ড কি ভাবে আছে
তা করতে দর্শন। এভাবেই যেতে চাই বহু দূরে-
যেথা আছে সেই প্রশ্নের সঠিক উত্তর। অন্ধকার
ভেদ করে আলোর স্ফুলিঙ্গ হয়ে জন্ম নেয় যে কালের
সেই কালকেই খুজে পেতে চাই আমি।।